সিলেট ঐতিহাসিকভাবেই আলাদা ভাষা এবং আলাদাসংস্কৃতি ধারণ ও লালন করে আসছে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস যার ফলে ভাষার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য । পূর্বে সিলেট আসাম রাজ্যের অন্তর্গতথাকার ফলে সিলেটের ভাষা ও সংস্কৃতিতে আসামের প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াওসিলেটের রয়েছে এক বৈচিত্র্যময় নিজস্ব বর্ণমালা।