Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উছমানপুর ইউনিয়নের ইতিহাস

উছমানপুরইউনিয়ন ১৯৬১ইং সাল থেকে জন বসতিনিয়েগড়ে ওঠে। উছমানপুর ইউনিয়নের অবস্থান হল পূর্বে দেওয়ান বাজার ইউ/পি ও পশ্চিমে গৌরীপুর ইউ/পি, পশ্চিমে তাজপুর ও দয়ামীর, উত্তরে দয়ামীর ইউ/পি ,এবং দক্ষিনে বোয়ালজুড় ইউ/পি। এর আয়তন প্রায় ৩০.৮২ বর্গ কি.মি.। উছমানপুর ইউনিয়ন ৫৪টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।এসময় এ অঞ্চলে  প্রাচীনবৌদ্ধ বসতি বিদ্যমান ছিলো। পরবতীতে সিলেটে হযরত শাহ জালাল (র:) এর আগমনেরপ্রাক্ষালে এবং সমসাময়ীক কালে মুসলিম জন বসতি গড়ে ওঠে।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলানিয়ে তার আপন গতিতে চলমান।