আনসার ও ভিডিপি ১২ ফেব্রুয়ারী ১৯৪৮ সালে সর্বপ্রথম আনসার বাহিনী গঠিত হয়। তৎকালীণপূর্ববাংলা আইন পরিষদে আনসার এ্যাক্ট অনুমোদিত হলে ১৭ই জুন’১৯৪৮ তা কার্যকরহয়। বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন ১৯৯৫ এবংব্যাটালিয়ন আনসার আইন যা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফের্রুয়ারী’৯৫মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারী’ ৯৫ হতেকার্যকর হয়। এই আইন অনুসারে সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ীআনসার বাহিনী একটি শৃঙ্খলা বাহিনী। দয়ামীর ইউনিয়ন পরিষদে আনসার ও ভিডিপির একটি কার্যালয় রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS