Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
No 08 Usmanpur Union Parishad Birth & Dath Taskforce committee
Details
আসসালামু আলাইকুম / আদাব, গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন - জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুদের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক করেছে। পাশা পাশি যে কোন লোক মৃত্যূর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার ও বাধ্যবাধকতা রয়েছে। তাই সরকারের এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে গঠন করা হয়েছে ০৮ নং উছমানপুর ইউনিয়ন সার্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স। নব গঠিত এই টাস্কফোর্সের সভা আগামী ০১/০৬/২০২১ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে। টাস্কফোর্সের একজন সদস্য হিসেবে আপনাকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। অনুরোধক্রমে, ময়নুল আজাদ ফারুক চেয়ারম্যান ০৮ নং উছমানপুর ইউনিয়ন পরিষদ।
Images
Attachments
Publish Date
28/05/2021
Archieve Date
30/09/2021